ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

বাবুগঞ্জে সদ্যোজাত শিশুর মরদেহ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০২০
বাবুগঞ্জে সদ্যোজাত শিশুর মরদেহ উদ্ধার

বরিশাল: বরিশালের বাবুগঞ্জে সদ্যোজাত এক শিশুর মরদেহ উদ্ধার করেছে এয়ারপোর্ট থানা পুলিশ।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা ইউনিয়নের বরিশাল-লাকুটিয়া সড়কের রেন্ট্রিতলা ও বটতলার মাঝামাঝি স্থানে রাস্তার পাশে একটি কাপড়ে মোড়ানো অবস্থায় শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।  

ধারণা করা হচ্ছে, অবৈধভাবে গর্ভপাত ঘটিয়ে শিশুটিকে দু’একদিন আগে কেউ লোকচক্ষুর অন্তরালে ফেলে রেখে গেছে।

এদিকে উদ্ধার করা শিশুর যৌনাঙ্গ বিকৃত করায় ছেলে কিংবা মেয়ে শনাক্ত করা যায়নি। শিশুটির মরদেহে পচন ধরেছে।

এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ বিন আলম জানান, মরদেহটি উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ২০২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০২০
এমএস/এবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।