শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার সময় উপজেলার বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের মশিন্দা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত হাবিবুর রহমান উপজেলার কাছিকাটা এলাকার ফরিদ মাস্টারের ছেলে।
বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শফিকুল ইসলাম বাংলানিউজকে জানান, শুক্রবার রাতে হাবিবুর রহমান স্থানীয় একটি ইসলামি জালসা থেকে বাড়ি ফিরছিলেন। পথে উপজেলার বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের মশিন্দা এলাকায় পৌঁছালে চাপাইনবাবগঞ্জ থেকে আসা ঢাকাগামী শিশির পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো-ব-১৪-৮৪৭৮) মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ওসি আরও জানান, ঘটনার পরপরই বাসটিকে জব্দ করা হয়েছে। তবে চালক ও হেলপার পালিয়ে গেছে। ঘটনার তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ০২৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০২০
ওএইচ/