ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

বরিশালে ইয়াবাসহ দুই যুবক আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০২০
বরিশালে ইয়াবাসহ দুই যুবক আটক

বরিশাল: বরিশাল নগরের এয়ারপোর্ট থানা এলাকায় অভিযান চালিয়ে ৫০০ পিস ইয়াবাসহ দুই যুবককে আটক করেছে পুলিশের গোয়েন্দা (ডিবি) শাখার সদস্যরা।

আটকরা হলেন-বরিশাল উজিরপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের শিকদার বাড়ির মালেক সিকদারের ছেলে মো. মাসুদ রানা টিপু (২৭) ও তার সহযোগী পিরোজুপুরে ভান্ডারিয়া উপজেলার গৌরিপুর ইউনিয়নের চড়াইল গ্রামের মৃত শহিদুল ইসলাম মোল্লার ছেলে মো. শামীম মোল্লা (২৫)।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) দিনগত রাতে ডিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাদের এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, শুক্রবার বিকেলে ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. খায়রুল আলম তার সঙ্গীয় টিম নিয়ে এয়ারপোর্ট মোড় এলাকায় অভিযান চালিয়ে ৫০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করে। পরে এ ঘটনায় আটকদের বিরুদ্ধে এয়ারপোর্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হচ্ছে বলে জানিয়েছেন এসআই মো. খায়রুল আলম।

বাংলাদেশ সময়: ০৪৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০২০
এমএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।