ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

সিদ্ধিরগঞ্জে শ্রমিককে পিটিয়ে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০২০
সিদ্ধিরগঞ্জে শ্রমিককে পিটিয়ে হত্যা

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ উপজেলায় শুভ (২২) নামে এক মোটর শ্রমিককে পিটিয়ে হত্যা করা হয়েছে।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলা শিমরাইল উত্তরপাড়া স্বর্ণকারের বাড়ির পেছনে রাস্তার গলিতে এ ঘটনা ঘটে। পরে আহত শুভকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হলে রাত ১টায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত শুভ শিমরাইল উত্তরপাড়া এলাকার জাহাঙ্গীরের বাড়ির ভাড়াটিয়া আব্দুর রবের ছেলে। তিনি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর সেতুর পূর্বপাড়ের সাজেদা হাসপাতাল সংলগ্ন একটি ট্রাকের গ্যারেজে মেকানিকের কাজ করতেন বলে জানা গেছে।

শুভর পরিবারের সদস্যরা জানান, বিকেলে কয়েকজন মাদকসেবী যুবকের সঙ্গে তার বাকবিতণ্ডা হয়। পরে ওই যুবকরা তাকে পিটিয়ে আহত করেন।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ফারুক জানান, খবর পেয়ে ঘটনাস্থলে এবং ঢামেক হাসপাতালে পুলিশ পাঠিয়েছি। পরে বিস্তারিত জানা যাবে।

বাংলাদেশ সময়: ০৮২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০২০
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।