ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

নায়ক-নায়িকাদের ফেসবুক আইডি হ্যাক, আটক ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০২০
নায়ক-নায়িকাদের ফেসবুক আইডি হ্যাক, আটক ২ ছবি: প্রতীকী

ঢাকা: চলচ্চিত্র শিল্পের নায়ক-নায়িকাদের ফেসবুক আইডি হ্যাক করে ব্যক্তিগত চরিত্র হননের চেষ্টা ও অর্থ আদায়কারী চক্রের দুই সদস্যকে আটক করেছে  র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-২)।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) দিনগত রাতে রাজধানীর মহাখালী থেকে তাদের আটক করা হয়।

র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের এএসপি সুজয় সরকার জানান, চলচ্চিত্র শিল্পের নায়ক-নায়িকাদের ফেসবুক আইডি হ্যাক করে ব্যক্তিগত চরিত্র হননের চেষ্টা করে ব্ল্যাকমেলিংয়ের অভিযোগে দুইজনকে আটক করা হয়েছে।

এ সময় তাদের কাছ থেকে হ্যাকিং এ ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টায় রাজধানীর কারওয়ানবাজার এলাকায় র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলেও জানান সুজয় সরকার।

বাংলাদেশ সময়: ১১৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০২০
পিএম/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।