শনিবার (১৫ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশন চত্বরে এ কর্মসূচি পালন করা হয়।
এ সময় ঢাকাগামী কালনি এক্সপ্রেস ট্রেন ব্রাহ্মণবাড়িয়ায় প্রবেশ করলে আন্দোলনকারীরা ১৫ মিনিটের জন্য ট্রেনটি আটকে দেয়।
অবস্থান কর্মসূচিতে জেলা নাগরিক ফোরামের সভাপতি পীযূষ কান্তি আচার্যর সভাপতিত্বে বক্তব্য রাখেন- ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি খ আ ম রশিদুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মনজুরুল আলম, জেলা জাসদের সভাপতি আক্তার হোসেন সাঈদ, মুক্তিযোদ্ধা ওয়াসেল সিদ্দিকী, সংগঠনের সিনিয়রসহ-সভাপতি আতাউর রহমান ভূঁইয়া শাহিন, সাধারণ সম্পাদক রতন কান্তি দত্ত, কমরেড নজরুল ইসলাম প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশন থেকে বিপুল পরিমাণ রাজস্ব আয় হলেও স্টেশনটিতে পর্যাপ্ত যাত্রীসেবা নেই। এ সময় তারা স্টেশনটিকে এ ক্যাটাগরিতে উন্নীত করার কথা বলেন এবং অবিলম্বে দাবি আদায় না হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে বলেও জানান।
বাংলাদেশ সময়: ১৩৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০২০
আরএ