ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

রজতজয়ন্তীতে কোস্ট গার্ডের পদক পেলেন ৪০ জন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০২০
রজতজয়ন্তীতে কোস্ট গার্ডের পদক পেলেন ৪০ জন

ঢাকা: উন্নয়ন, সাহসী অপারেশন ও সেবামূলক কাজে গুরুত্বপূর্ণ অবদানের জন্য পদক পেয়েছেন কোস্ট গার্ডের ৪০ জন সদস্য।

বাংলাদেশ কোস্ট গার্ড পদক, প্রেসিডেন্ট কোস্ট গার্ড পদক, বাংলাদেশ কোস্ট গার্ড (সেবা) পদক ও প্রেসিডেন্ট কোস্ট গার্ড (সেবা) এই চারটি ক্যাটাগরিতে মনোনীতদের পদক দেওয়া হয়েছে।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওস্থ সদর দফতরে বাহিনীটির রজতজয়ন্তীতে (২৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী) প্রধান অতিথি হিসেবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল মনোনীতদের পদক প্রদান করেন।

প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জনবল ও সম্পদের সীমাবদ্ধতার মধ্যেও সমুদ্র সীমায় সার্বিক নিরাপত্তায় কোস্টগার্ড অসামান্য সাফল্য অর্জন করেছে। ধারাবাহিক কর্মদক্ষতার ফলে আস্থা ও নিরাপত্তার প্রতীকে পরিণত হয়েছে কোস্টগার্ড।

বাংলাদেশ কোস্ট গার্ড পদক পেলেন যারা

ক্যাপ্টেন মোহাম্মদ রকিব উদ্দিন ভূইয়া, ক্যাপ্টেন মোহাম্মদ ওয়াসিম মকসুদ, ক্যাপ্টেন এম মিনারুল হক, ক্যাপ্টেন এম নাজমুল হাসান, লে. কমান্ডার এম সাইফুল ইসলাম, লে. কামান্ডার শুভাশীষ দাস, লে. আব্দুল্লাহ আল মাহমুদ, মো. সাহেল রানা, মো. মাহবুব হাসান, নাসিম শেখ।

প্রেসিডেন্ট কোস্ট গার্ড পদক

কমান্ডার এম মাহবুবুর রহমান, লেফটেন্যান্ট কমান্ডার এম হামিদুল ইসলাম, লেফটেন্যান্ট কমান্ডার এম সোহেল রানা, লেফটেন্যান্ট এম হায়াত ইবনে সিদ্দিক, এস এম ফারুকুজ্জামান, মো. আবুল মোমিন, মো. শহিদুল ইসলাম, সাদেকুর রহমান মো. সালমান পারভেজ ও এম আব্দুল কাদের।

বাংলাদেশ কোস্ট গার্ড (সেবা) পদক

সার্জন কমান্ডার এম নূর নবী, কমান্ডার এম হারুন-অর-রশীদ, লে. কমান্ডার এম এস এইচ চৌধুরী, লে. কমান্ডার এম বারিউল করিম, লে. কমান্ডার এম মাহামুদুল হাসান, এম এ কুদুস, এম রফিকুল ইসলাম, সাগর সরকার, এম হাসান আলী, ইয়াছিন আরাফাত।

প্রেসিডেন্ট কোস্ট গার্ড (সেবা) পদক

কমান্ডার এম আনিসুর রহমান, লে. এম মমতাজুল আসিফ, এম আনোয়ারুল ইসলাম, এম ওমর ফারুক, সৈয়দ সাইফুল হোসেন, এম শামসুর রহমান, এম সাজিদুল ইসলাম, এম শাহ আলম, মো. বদরুদ্দোজা, মো. মঞ্জুরুল ইসলাম শিকদার।

বাংলাদেশ সময়: ১৪৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০২০
পিএম/এইচএডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।