ডিএমপি কমিশনার শফিকুল ইসলাম বলেন, নিজের ওপর কখনো হতাশ হবেন না। এমনভাবে তৈরি করবে যেন প্রতিষ্ঠান তোমাকে পেয়ে গর্ব করে।
নিজের পেশাগত জীবন নিয়ে ডিএমপির কমিশনার বলেন, কোনোদিন কাজে ফাঁকি দেইনি, কখনো ঘুষ খাইনি। এজন্য বর্তমানে এই অবস্থানে আসতে পেরেছি। ক্লাস-টিউশন শেষ করে নিয়মিত পড়ালেখা করেছি।
শনিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসা প্রশাসন অনুষদের অধ্যাপক ড. হাবিবুল্লাহ কনফারেন্স হলে এক অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।
ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অব চুয়াডাঙ্গা (ডুসাক) শিক্ষাবৃত্তি প্রদান উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ মঞ্চে আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজী মো. আলী আজগর টগর, স্পেশাল ব্রাঞ্চ- প্রধান ও বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজিপি মীর শহীদুল ইসলাম প্রমুখ।
মাহবুব উল আলম হানিফ বলেন, লেখাপড়ার পাশাপাশি নিজেদেরকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলবেন। সেই চরিত্র দিয়ে বাংলাদেশকে বিশ্বের দরবারে প্রতিনিধিত্ব করবেন। একজন আদর্শ মানুষ হওয়ার জন্য দেশের প্রতি কমিটমেন্ট থাকতে হবে। সেজন্য সঠিক ইতিহাস জানতে হবে। জাতির পিতার আদর্শকে ধারণ করতে হবে। তা না হলে প্রকৃত মানুষ হিসেবে দাবি করতে পারবো না।
বাংলাদেশ সময়: ১৪৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০২০
এসকেবি/এএটি