ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

শিক্ষার্থীদের মোটিভেশন দিলেন ডিএমপি কমিশনার

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০২০
শিক্ষার্থীদের মোটিভেশন দিলেন ডিএমপি কমিশনার মঞ্চে ডিএমপির কমিশনার মো. শফিকুল ইসলামসহ অন্যরা। ছবি: বাংলানিউজ

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি): ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) অধ্যয়নরত চুয়াডাঙ্গা জেলার শিক্ষার্থীদের সফলতার শীর্ষে পৌঁছানোর জন্য নিজেদের প্রস্তুত করার আহ্বান জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মো. শফিকুল ইসলাম।

ডিএমপি কমিশনার শফিকুল ইসলাম বলেন, নিজের ওপর কখনো হতাশ হবেন না। এমনভাবে তৈরি করবে যেন প্রতিষ্ঠান তোমাকে পেয়ে গর্ব করে।

নিজের পেশাগত জীবন নিয়ে ডিএমপির কমিশনার বলেন, কোনোদিন কাজে ফাঁকি দেইনি, কখনো ঘুষ খাইনি। এজন্য বর্তমানে এই অবস্থানে আসতে পেরেছি। ক্লাস-টিউশন শেষ করে নিয়মিত পড়ালেখা করেছি।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসা প্রশাসন অনুষদের অধ্যাপক ড. হাবিবুল্লাহ কনফারেন্স হলে এক অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অব চুয়াডাঙ্গা (ডুসাক) শিক্ষাবৃত্তি প্রদান উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ মঞ্চে আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজী মো. আলী আজগর টগর, স্পেশাল ব্রাঞ্চ- প্রধান ও বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজিপি মীর শহীদুল ইসলাম প্রমুখ।

মাহবুব উল আলম হানিফ বলেন, লেখাপড়ার পাশাপাশি নিজেদেরকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলবেন। সেই চরিত্র দিয়ে বাংলাদেশকে বিশ্বের দরবারে প্রতিনিধিত্ব করবেন। একজন আদর্শ মানুষ হওয়ার জন্য দেশের প্রতি কমিটমেন্ট থাকতে হবে। সেজন্য সঠিক ইতিহাস জানতে হবে। জাতির পিতার আদর্শকে ধারণ করতে হবে। তা না হলে প্রকৃত মানুষ হিসেবে দাবি করতে পারবো না।

বাংলাদেশ সময়: ১৪৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০২০
এসকেবি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।