ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

শ্রীপুরে পৃথক ২ সড়ক দূর্ঘটনায় নিহত ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০২০
শ্রীপুরে পৃথক ২ সড়ক দূর্ঘটনায় নিহত ২

গাজীপুর: গাজীপুরের শ্রীপুর উপ‌জেলার গিলাবেড়াইদ ও জৈনাবাজার এলাকায় পৃথক দুই সড়ক দূর্ঘটনায় দু’জন নিহত হয়েছেন।

শ‌নিবার (১৫ ফেব্রুয়া‌রি) সকা‌লে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে দু’টি দুর্ঘটনা ঘটে।

‌নিহত‌দের প‌রিচয় জানা যায়‌নি।

তা‌দের একজ‌নের বয়স ৩০ এবং অপরজ‌নের ৭০ বছর।

মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল হক জানান, সকালে এক যুবক গিলাবেড়াইদ এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হচ্ছিলেন। এসময় এক‌টি বাস তা‌কে ধাক্কা দিলে ঘটনাস্থ‌লেই তি‌নি মারা যান।

অপর ঘটনায় জৈনাবাজার এলাকার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে রাস্তা পার হওয়ার সময় এক‌টি পিকআপ এক ভিক্ষুককে চাপা দিয়ে পা‌লি‌য়ে যায়। এতে ঘটনাস্থলেই তি‌নি মারা যান।

বাংলাদেশ সময়: ১৫১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০২০
আরএস/এবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।