শনিবার (১৫ ফেব্রুয়ারি) সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে দু’টি দুর্ঘটনা ঘটে।
নিহতদের পরিচয় জানা যায়নি।
মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল হক জানান, সকালে এক যুবক গিলাবেড়াইদ এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হচ্ছিলেন। এসময় একটি বাস তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।
অপর ঘটনায় জৈনাবাজার এলাকার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে রাস্তা পার হওয়ার সময় একটি পিকআপ এক ভিক্ষুককে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
বাংলাদেশ সময়: ১৫১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০২০
আরএস/এবি