ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

মেরিন ড্রাইভে সড়ক দুর্ঘটনায় অটোরিকশাচালক নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০২০
মেরিন ড্রাইভে সড়ক দুর্ঘটনায় অটোরিকশাচালক নিহত

কক্সবাজার: কক্সবাজারের মেরিন ড্রাইভ সড়কের দরিয়ানগর এলাকায় সিএনজিচালিত অটোরিকশা ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে অটোরিকশাচালক নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন আরও তিনজন।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে মেরিন ড্রাইভের রামুর দরিয়ানগর অংশে এ ঘটনা ঘটে। তবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।

হিমছড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসএম আতিক উল্লাহ জানান, মেরিন ড্রাইভের দরিয়ানগর এলাকায় অটোরিকশা ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে অটোচালক নিহত হয়। গুরুতর আহত অবস্থায় তিনজনকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০২০
এসবি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।