শনিবার (১৫ ফেব্রুয়ারি) সকালে ধনপাড়া বাজার এলাকায় সামাজিক মাতুব্বর হোসেন মণ্ডল ও রকন বিশ্বাসের লোকজনের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
জানা যায়, আধিপত্য বিস্তার নিয়ে ধনপাড়া গ্রামের দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়।
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান বাংলানিউজকে বলেন, সংঘর্ষে আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে। এ পরিস্থিতি নিয়ন্ত্রণে ওই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৬০৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০২০
এনটি