ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

আধিপত্য বিস্তার নিয়ে মাগুরায় দু’পক্ষের সংঘর্ষ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০২০
আধিপত্য বিস্তার নিয়ে মাগুরায় দু’পক্ষের সংঘর্ষ

মাগুরা: আধিপত্য বিস্তার নিয়ে মাগুরা সদর উপজেলা রাঘবদাইড় ইউনিয়নের ধনপাড়া গ্রামে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) সকালে ধনপাড়া বাজার এলাকায় সামাজিক মাতুব্বর হোসেন মণ্ডল ও রকন বিশ্বাসের লোকজনের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

জানা যায়, আধিপত্য বিস্তার নিয়ে ধনপাড়া গ্রামের দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়।

এতে আহত হয়ে মাগুরা সদর হাসপাতালে ভর্তি   হয়েছে সাইদুর রহমান, রফিম মণ্ডল, সুরত আলী, ফুল মিয়া, মুজাহার জোয়াদার, স্বপন আলী তাদের মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান বাংলানিউজকে বলেন, সংঘর্ষে আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে। এ পরিস্থিতি নিয়ন্ত্রণে ওই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬০৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০২০
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।