ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

মেগা প্রজেক্ট ছাড়াও গ্রামীণ অবকাঠামো উন্নয়ন করছে সরকার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০২০
মেগা প্রজেক্ট ছাড়াও গ্রামীণ অবকাঠামো উন্নয়ন করছে সরকার

বরিশাল: পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম বলেছেন, পদ্মা সেতু, পায়রা বন্দর স্থাপনের মতো বড় বড় প্রকল্পের পাশাপাশি গোটা দক্ষিণাঞ্চলের গ্রামীণ অবকাঠামোর উন্নয়নেও কাজ করছে সরকার। ফলে রাস্তাঘাট প্রশস্তকরণসহ পাকাকরণের কাজ চলছে। ধারাবাহিকতায় বরিশাল-৫ (সদর) আসনের প্রতিটি সড়কেরই অবকাঠামোগত উন্নয়ন করা হবে।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) বরিশাল সদর উপজেলার চাঁদপুরা ইউনিয়নের দুর্গাপুর মাধ্যমিক বিদ্যালয়ের চারতলা ভিতবিশিষ্ট একতলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও করিম কুটির ফোরকানিয়া মাদ্রাসার নতুন ভবনের উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ইতোমধ্যে বরিশাল সদর উপজেলায় চরমোনাই ইউনিয়নের সড়ক ব্যবস্থার পরিবর্তন হয়েছে।

এছাড়া চন্দ্রমোহন ও নেহালগঞ্জসহ উপজেলার বিভিন্ন স্থানে সড়ক প্রশস্তকরণের কাজ চলছে।  

তিনি বলেন, নেহালগঞ্জ নদীতে ব্রিজ নির্মাণসহ আরও বেশকিছু খালে ব্রিজ নির্মাণ করা ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোর কাঠামোগত উন্নয়নের চিন্তাভাবনা রয়েছে। খেলাধুলার জন্য মিনি স্টেডিয়াম, চিকিৎসা সেবার জন্য হাসপাতাল নির্মাণসহ বিভিন্ন স্থাপনা নির্মাণেরও পরিকল্পনা নেওয়া হয়েছে। সেই অনুযায়ী কার্যক্রমও এগিয়ে চলছে।  

এ সময় উপস্থিতি ছিলেন- বরিশাল সদর উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট মাহাবুবুর রহমান মধু, আওয়ামী লীগ নেতা মাহামুদুল হক খান মামুন প্রমুখ।

এছাড়া এদিন প্রতিমন্ত্রী বরিশাল সদর উপজেলার চরকরমজী মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে যোগ দেন।

বাংলাদেশ সময়: ১৭৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০২০
এমএস/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।