শনিবার (১৫ ফেব্রুয়ারি) বরিশাল সদর উপজেলার চাঁদপুরা ইউনিয়নের দুর্গাপুর মাধ্যমিক বিদ্যালয়ের চারতলা ভিতবিশিষ্ট একতলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও করিম কুটির ফোরকানিয়া মাদ্রাসার নতুন ভবনের উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, ইতোমধ্যে বরিশাল সদর উপজেলায় চরমোনাই ইউনিয়নের সড়ক ব্যবস্থার পরিবর্তন হয়েছে।
তিনি বলেন, নেহালগঞ্জ নদীতে ব্রিজ নির্মাণসহ আরও বেশকিছু খালে ব্রিজ নির্মাণ করা ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোর কাঠামোগত উন্নয়নের চিন্তাভাবনা রয়েছে। খেলাধুলার জন্য মিনি স্টেডিয়াম, চিকিৎসা সেবার জন্য হাসপাতাল নির্মাণসহ বিভিন্ন স্থাপনা নির্মাণেরও পরিকল্পনা নেওয়া হয়েছে। সেই অনুযায়ী কার্যক্রমও এগিয়ে চলছে।
এ সময় উপস্থিতি ছিলেন- বরিশাল সদর উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট মাহাবুবুর রহমান মধু, আওয়ামী লীগ নেতা মাহামুদুল হক খান মামুন প্রমুখ।
এছাড়া এদিন প্রতিমন্ত্রী বরিশাল সদর উপজেলার চরকরমজী মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে যোগ দেন।
বাংলাদেশ সময়: ১৭৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০২০
এমএস/আরবি/