শনিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে রাজধানীর বেইলী রোড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে প্রতারণায় ব্যবহৃত দুটি মেবাইল ফোন উদ্ধার করা হয়।
সাইবার নিরাপত্তা ও অপরাধ বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) নাজমুল ইসলাম জানান, সঙ্গীত পরিচালক এবং সুরকার সাজিদ সরকারের নামে ভুয়া ফেসবুক আইডি বানিয়ে আসল সাজিদ সরকারের কয়েকটি গান শেয়ার করেন সবুজ সিকদার। এছাড়াও তিনি নিজেকে সাজিদ সরকার বলে প্রচার করতেন এবং বিভিন্ন গণমাধ্যমে ও ব্যক্তিগতভাবে নিজেকে সাজিদ সরকার বলে পরিচয় দিতেন।
সুরকার সাজিদ সরকারের নাম-পরিচয় ব্যবহার করে উঠতি বয়সের মডেল বা শিল্পীদের সঙ্গে মেসেঞ্জারে যোগাযোগ করে গানের মডেল অথবা গান গাওয়ার সুযোগ দেওয়া প্রলোভন দেখাতেন। এভাবে বিভিন্ন জনের কাছ থেকে টাকা নিতেন, এমনকি অনৈতিক কাজের প্রস্তাব দিতেন গ্রেফতার সবুজ।
এ ঘটনায় সাজিদ সরকার শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) রাজধানীর আদাবর থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা দায়ের করেন। ওই মামলায় অভিযুক্ত সবুজ সিকদারকে গ্রেফতার করা হয়েছে।
রোববার (১৬ ফেব্রুয়ারি) সাদ দিনের রিমান্ড চেয়ে তাকে আদালতে পাঠানো হবে বলেও জানান এডিসি নাজমুল।
বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০২০
পিএম/জেডএস