ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

বরিশালে ৫ রোগীর দালাল আটক: বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০২০
বরিশালে ৫ রোগীর দালাল আটক: বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

বরিশাল: বরিশাল নগরের রুপাতলী বাসস্ট্যান্ডে অভিযান চালিয়ে পাঁচজন রোগীর দালালকে আটক করেছে মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) সদস্যরা।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে বাসস্ট্যান্ড এলাকায় পুলিশের উপ-পরিদর্শক অরবিন্দু বিশ্বাসের নেতৃত্বে অভিযানে তাদের আটক করা হয়।

আটকরা হলেন, শহিদ খাঁন (৩৫), মনির হোসেন সরদার (৪৯), রবিউল ইসলাম মৃধা (২৫), জহিরুল ইসলাম (৫৫) ও জামাল হোসেন মোল্লা ওরফে নুরুজ্জামান।

আটকদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে বাসস্ট্যান্ড এলাকায় রোগীর দালালি, ছিনতাই ও প্রতারক সিন্ডিকেট পরিচালনার অভিযোগ ছিল।  

পরে আটকদের বরিশাল জেলা প্রশাসনের নির্বাহী হাকিমের আদালতে সোর্পদ করলে শহিদ খাঁনকে তিন মাস এবং মনির হোসেন সরদার, রবিউল ইসলাম মৃধা, জহিরুল ইসলাম, জামাল হোসেন মোল্লাকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেন আদালত।

বাংলাদেশ সময়: ২০০৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০২০
এমএস/এবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।