শনিবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তানভীরকে মৃত ঘোষণা করেন।
নিহত তানভীরের বাড়ি কুমিল্লার মেঘনা উপজেলার বাজিতপুর রামনগর গ্রামে। পরিবারসহ রাজধানীর ওয়ারীতে থাকতেন তিনি। আহত ইয়াসিন মেঘনার একটি কলেজের এইচএসসির দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।
ইয়াসিন জানান, বিকেলে মোটরসাইকেলে করে তারা দুই বন্ধু গ্রামের বাড়ি থেকে ওয়ারীতে ফিরছিলেন। মোটরসাইকেল তিনি চালাচ্ছিলেন। পথে মাতুয়াইল এলাকায় এলে মোটরসাইকেলটিকে পাশ থেকে একটি বাস ধাক্কা দেয়। এতে তারা রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে পথচারীরা তাদের উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তানভীরকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া বাংলানিউজকে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। ইয়াসিনের আঘাত গুরুতর নয়। তিনি চিকিৎসাধীন।
বাংলাদেশ সময়: ২০৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০২০
এজেডএস/আরবি/