ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

আইএস বধূ শামীমাকে গ্রহণ করবে না বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০২০
আইএস বধূ শামীমাকে গ্রহণ করবে না বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী

সিলেট: পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন বলেছেন, ব্রিটিশ নাগরিক আইএস বধূ শামীমাকে গ্রহণ করবে না বাংলাদেশ। তার সঙ্গে বাংলাদেশের কোনো সম্পর্ক নেই। এছাড়া কেবল শামীমা নন, জঙ্গিদের সঙ্গে সংশ্লিষ্ট কাউকেই দেশে ঢুকতে দেওয়া হবে না।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সিলেট নগরের মানিকপীর সড়ক সংলগ্ন একটি কমিউনিটি সেন্টারে মোয়াজ্জেম ফাতেমা ট্রাস্টের বৃত্তি দেওয়া শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ড. মোমেন বলেন, শামীমাকে নিয়ে বাংলাদেশের মাথা ব্যাথা নেই।

তাকে নিয়ে মাথা ব্যথা থাকার কথা ব্রিটিশ সরকারের। কারণ তার বাবা-মা-ও ব্রিটিশ নাগরিক। এমনকি তিনি কখনও বাংলাদেশে আসেননি।

অপর প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, চীনে এখনও অবস্থানরত বাংলাদেশি শিক্ষার্থীদের পর্যায়ক্রমে দেশে ফিরিয়ে আনা হবে।

রোহিঙ্গা ইস্যুতে তিনি বলেন, ভাসানচরের পরিবেশ অনেক সুন্দর। ওখানে রোহিঙ্গাদের না পাঠিয়ে বিকল্প কোনোকিছু ভাবা প্রয়োজন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সভাপতি মাসুক উদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আসলাম উদ্দিন, সিলেট জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি আজিজ আহমদ সেলিম ও কাউন্সিলর আব্দুল মুহিত জাবেদ প্রমুখ।

বাংলাদেশ সময়: ০৩১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০২০
এনইউ/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।