ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

১০ ইউনিটের চেষ্টায় ফতুল্লার আগুন নিয়ন্ত্রণে

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০২০
১০ ইউনিটের চেষ্টায় ফতুল্লার আগুন নিয়ন্ত্রণে

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের ফতুল্লার ইসদাইর বাজারের আগুন প্রায় আড়াই ঘণ্টা চেষ্টার পর নিয়ন্ত্রণে এসেছে। তবে এতে ঘর-মালামাল পুড়ে বিশাল ক্ষতি হয়েছে।

রোববার (১৬ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৪ টার দিকে স্থানীয় ফায়ার সার্ভিসের ১০ ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

এর আগে রাত ৩টার দিকে ভয়াবহ আগুনের সূত্রপাত ঘটে।

পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ফতুল্লা, মন্ডলপাড়া ও হাজীগঞ্জ স্টেশনের ১০ ইউনিট ঘটনাস্থলে যায়।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন বাংলানিউজকে বলেন, ১০ ইউনিটের আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে এর ক্ষয়ক্ষতি এখনই বলা যাচ্ছে না।

বাংলাদেশ সময়: ০৪৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০২০
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।