শনিবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার চান্দাই-রাজাপুর সড়কের সৈয়দ মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত মামুন উপজেলার গোপালপুর উত্তরপাড়া এলাকার মুক্তার হোসেনের ছেলে।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলীপ কুমার দাস বাংলানিউজকে বলেন, সন্ধ্যায় বালু বোঝাই একটি ট্রাক চান্দাই এলাকায় যাচ্ছিল। পথে চান্দাই-রাজাপুর সড়কের সৈয়দ মোড়ে এলে ট্রাকটির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এ অবস্থায় ট্রাকটি উল্টে খাদে পড়ে যায়। এতে পথচারী মামুন নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান।
এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে জানিয়েছেন ওসি।
বাংলাদেশ সময়: ০৬০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০২০
টিএ