ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

সোনাইমুড়ীতে বাসের ধাক্কায় দিনমজুর নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০২০
সোনাইমুড়ীতে বাসের ধাক্কায় দিনমজুর নিহত

নোয়াখালী: নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় ঢাকা-রামগঞ্জ রুটের যাত্রীবাহী আল বারাকা বাসের ধাক্কায় শাহাবুদ্দিন (৫৮) নামে এক দিনমজুর নিহত হয়েছেন।

রোববার (১৬ ফেব্রুয়ারি) সকাল ৬টার দিকে সোনাইমুড়ী বাজার এলাকার বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে।  

শাহাবুদ্দিন সোনাইমুড়ী পৌরসভার চাঁন মিয়া ব্যাপারী বাড়ির আব্দুল মোতালেবের ছেলে।

তিনি স্থানীয় এলাকায় দিনমজুরের কাজ করতেন।    

সোনাইমুড়ী থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) রহিমা জানান, পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। পরবর্তীতে এ ঘটনায় পুলিশ আইনানুগ নেবে।

বাংলাদেম সময়: ১০০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০২০
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।