রোববার (১৬ ফেব্রুয়ারি) সকাল পৌনে ৯টায় সাতক্ষীরা-যশোর সড়কের ছয়ঘরিয়ায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ট্রলি চালক সদর উপজেলার ইন্দিরা গ্রামের বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীরা জানান, কামরুল ইসলাম ট্রলি চালিয়ে ঝাউডাঙ্গার দিকে যাচ্ছিলেন। এ সময় পেছন থেকে ঢাকাগামী একটি বাস তার ট্রলিতে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, পুলিশ তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
বাংলাদেশ সময়: ১০১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০২০
এনটি