রোববার (১৬ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে নাটোর-বগুড়া মহাসড়কের হাগুরিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মিজানুর রহমান সিংড়া উপজেলার নিঙ্গুইণ এলাকার মাওলানা হাবিবুর রহমানের ছেলে।
ঝলমলিয়া হাইওয়ে পুলিশের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) শরিফুল ইসলাম বাংলানিউজকে জানান, মিনহাজুর নাটোর পিটিআইয়ের ডিপিএড কোর্সের একজন শিক্ষার্থী ছিলেন। তিনি সকালে মোটরসাইকেলে করে প্রশিক্ষণ ক্লাসে অংশ নেওয়ার জন্য নাটোর পিটিআইয়ের উদ্দেশে আসছিলেন। পথে নাটোর-বগুড়া মহাসড়কের হাগুড়িয়া এলাকায় এলে বিপরীত দিক থেকে আসা একটি ভারী যানবাহনের সঙ্গে তার মোটরসাইকেলটির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে তিনি মারা যান। খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠায়।
বাংলাদেশ সময়: ১১৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০২০
এনটি