রোববার (১৬ ফেব্রুয়ারি) সকালে উপজেলার তারাবো পৌরসভার তেতলাবো এলাকা থেকে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়।
ভুলতা ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর আজাহার আলী মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, উপজেলার তারাবো পৌরসভার তেতলাবো এলাকার একটি পানির ড্রেনের ভেতরে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠায়। মরদেহের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তার পরিচয় এখনো পাওয়া যায়নি।
বাংলাদেশ সময়: ১২৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০২০
এএটি