ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

সড়ক ছেড়ে বিজিএমইএ’র পথে বিরুলিয়ার পোশাক শ্রমিকরা

সাভার করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০২০
সড়ক ছেড়ে বিজিএমইএ’র পথে বিরুলিয়ার পোশাক শ্রমিকরা

সাভার (ঢাকা): সাভারের বিরুলিয়া এলাকার ‘সার্ক নিটওয়ার লিমিটেড’ এর পোশাক শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভের পর সঠিক বিচার পাওয়ার আশায় এখন তারা বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) উদ্দেশে রওনা হয়েছে।

রোববার (১৬ ফেব্রুয়ারি) বেলা ১২টার দিকে সড়ক ছেড়ে বিজিএমইএ’র উদ্দেশে রওনা হয় তারা। এর আগে, ওই কারখানার প্রায় এক হাজার শ্রমিক বিরুলিয়ার মিরপুর বাইপাস সড়কে প্রায় দুই ঘণ্টা অবস্থান নেয়।

পরে পুলিশের আশ্বাসে তারা সড়ক ছাড়লেও বিজিএমইএ’তে আন্দোলনের ঘোষণা দেয় তারা।

আরও পড়ুন...বকেয়া বেতন পরিশোধের দাবিতে বিরুলিয়ায় শ্রমিকদের বিক্ষোভ

শ্রমিকরা জানায়, গত জানুয়ারি মাসের বেতন না দিয়ে চলিত মাস ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত কাজ করিয়ে নিয়ে হঠাৎ সকালে কারখানা বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। এক হাজার শ্রমিকের গত মাসের বেতন না দিয়ে এভাবে কারখানা বন্ধ ঘোষণা করায় বিপাকে পড়েছে শ্রমিকরা। এজন্য শ্রমিকরা বকেয়া বেতন ও কারখানা খুলে দেওয়ার দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। পরে পুলিশ এসে সড়ক থেকে তাদের সরিয়ে দিলে তারা বিজিএমইএ’র উদ্দেশে রওনা হয়।  

বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড শিল্প শ্রমিক ফেডারেশনের আশুলিয়া আঞ্চলিক কমিটির সভাপতি ইসমাইল হোসেন ঠান্ডু বাংলানিউজকে বলেন, কারখানা কাল পর্যন্ত ভালো ভাবেই চলেছে। কিন্তু হঠাৎ কারখানা কেনো বন্ধ করে দিলো বুঝতে পারলাম না। শ্রমিকদের নিয়ে রাস্তায় নামার পর পুলিশ এসে সরিয়ে দিলে আমরা সবাই বিজিএমইএতে যাওয়ার সিদ্ধান্ত নিই।

এ বিষয়ে কারখানার প্রশাসন বিভাগের কর্মকর্তা মিজানের মোবাইলে বার বার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।

বাংলাদেশ সময়: ১২৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০২০
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।