এ ঘটনায় প্রায় ১২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তদের দাবি।
রোববার (১৬ ফেব্রুয়ারি) ভোরে এ অগ্নিকাণ্ড ঘটে।
শ্রীপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার নাহিদ মামুন জানান, শ্রীপুর উপজেলার বেড়াইদেরচালা এলাকার শাহিন আলমের বাড়িতে আগুন লাগে। এসময় স্থানীয়রা আগুন নেভাতে চেষ্টা করে ও ফায়ার সার্ভিসে খবর দেয়।
খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নেভায়। আগুনে ওই বাড়ির ১২টি কক্ষ ও আসবাবপত্র পুড়ে গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। এ ঘটনায় প্রায় ১২ লাখ টাকা ক্ষতি হয়েছে।
বাংলাদেশ সময়: ১২৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০২০
আরএস/এএটি