রোববার (১৬ ফেব্রুয়ারি) সকালে রাজশাহী মহানগরের সাহেববাজার জিরোপয়েন্টে এ মানববন্ধন করা হয়।
মানববন্ধন কর্মসূচিতে শাহ মখদুম মেডিক্যাল কলেজের শিক্ষার্থীরা ইন্টার্নশিপের ব্যবস্থা ও নিজস্ব পরীক্ষাকেন্দ্রসহ নিজেদের কলেজের প্রয়োজনীয় ল্যাব, পূর্ণাঙ্গ হাসপাতাল ফ্যাসিলিটি, শিক্ষক, ল্যাইব্রেরি ব্যবস্থারও দাবি জানিয়েছেন।
মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, শাহ মখদুম মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ শিক্ষার্থীদের ভর্তি করে কোটি কোটি টাকা আদায় করলেও বিএমডিসির অনুমতি না পাওয়ায় ভর্তি হওয়া শিক্ষার্থীরা চরম অনিশ্চয়তায় রয়েছেন। কলেজ কর্তৃপক্ষের কারণে শিক্ষার্থীদের ভবিষ্যৎ অনিশ্চয়তায় পড়েছে। এ বিষয় মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষকে জানালে ম্যানেজিং ডাইরেক্টর মনিরুজ্জামান স্বাধীন শিক্ষার্থী ও অভিভাবকদের নানাভাবে ভয়-ভীতি দেখান। এমনকি শিক্ষার্থীর অভিভাবকদেরও তিনি হেনস্থা করছেন বলেও অভিযোগ করা হয়।
একই দাবিতে সকালে হোস্টেলের সামনে অবস্থান নেন শাহ মখদুম মেডিক্যাল কলেজের শিক্ষার্থীরা। পরে তারা ১৭ দফা দাবিতে বিক্ষোভ শুরু করেন।
শিক্ষার্থীদের লাগাতার আন্দোলনের মুখে রাজশাহীর শাহ মখদুম মেডিক্যাল কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাত ৮টার মধ্যে ছাত্রদের ও রোববার (১৬ ফেব্রুয়ারি) সকাল ১০টার মধ্যে ছাত্রীদের হোস্টেল ছাড়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।
শাহ মখদুম মেডিক্যাল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক ডা. হাসানুজ্জামান বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।
বিএমডিসি অনুমোদনের দাবিতে গত এক সপ্তাহ ধরে ক্লাস-পরীক্ষা বর্জন করে আন্দোলন করছেন কলেজের শিক্ষার্থীরা। লাগাতার আন্দোলনের ফলে অচল হয়ে পড়ে কলেজের শিক্ষা কার্যক্রম।
বিএমডিসির অনুমোদন ছাড়াই গত সাত বছর ধরে অবৈধভাবে শিক্ষার্থী ভর্তি করিয়েছে প্রতিষ্ঠানটি। বিষয়টি এতদিন চেপে রাখলেও সম্প্রতি শিক্ষার্থীরা তা জানতে পারেন। তারা দ্রুত বিএমডিসির অনুমোদনসহ বেশ কয়েকটি দাবিতে আন্দোলন শুরু করেন।
বাংলাদেশ সময়: ১৩৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০২০
এসএস/আরআইএস/