রোববার (১৬ ফেব্রুয়ারি) সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার রাজাগাঁও গ্রামের ভাই ভাই হাসকিং মিলে ধান সিদ্ধ করার সময় এ দুর্ঘটনা ঘটে। মৃত সলেমান ওই গ্রামের মৃত আব্বাস আলীর ছেলে।
আহতরা হলেন- মিল শ্রমিক সনু (৪২), মনতাজ (৬৫), মিল মালিক রুহুল আমিন (৬৫), তার ছেলে জহিরুল ইসলাম (৩৫), বাদিয়া মার্কেটের দোকানদার তুলশি (২৮), পথচারী আরিফ (১৫), সুব্রতসহ (১৬) কমপক্ষে নয়জন। আহতদের তাৎক্ষণিকভাবে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
খবর পেয়ে রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চিত্ত রঞ্জন রায় ঘটনাস্থল পরির্দশন করেন।
বাংলাদেশ সময়: ১৪০৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০২০
এনটি