ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

আদিতমারীতে ট্রাকচাপায় কলেজছাত্র নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০২০
আদিতমারীতে ট্রাকচাপায় কলেজছাত্র নিহত

লালমনিরহাট: লালমনিরহাটের আদিতমারী উপজেলায় ট্রাকের চাপায় নুরনবী (১৭) নামে এক কলেজছাত্র নিহত হয়েছে।

রোববার (১৬ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে  লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে উপজেলার নামুড়ি বাজারে এ দুর্ঘটনা ঘটে।

নুরনবী উপজেলার পলাশী ইউনিয়নের মনদপুর গ্রামের ইছার আলীর ছেলে।

সে দুহুলী ট্যাকনিক্যাল কলেজের প্রথমবর্ষের ছাত্র।

পুলিশ ও স্থানীয়রা জানান, উপজেলার নামুড়ি বাজারে মহাসড়কের পাশে একটি দোকানের সামনে দাঁড়িয়ে বন্ধুর সঙ্গে গল্প করছিল নুরনবী। এ সময় বুড়িমারীগামী একটি ট্রাক তাকে চাপা দিলে গুরুতর আহত হয় সে।  

স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।  

আদিতমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, ঘাতক ট্রাকটি আটক করার চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ১৪৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।