ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

ত্রাণ মন্ত্রণালয়ের অডিট আপত্তি নিষ্পত্তির সুপারিশ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০২০
ত্রাণ মন্ত্রণালয়ের অডিট আপত্তি নিষ্পত্তির সুপারিশ .

ঢাকা: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ  মন্ত্রণালয়ের ২০০৭-১২ অর্থ বছরের হিসাব সম্পর্কিত মহা হিসাব-নিরীক্ষক এবং  নিয়ন্ত্রকের অডিট আপত্তি নিষ্পত্তির সুপারিশ করেছে সংসদীয় কমিটি।

রোববার (১৬ ফেব্রুয়ারি) জাতীয় সংসদের সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়।

জাতীয় সংসদের কেবিনেট কক্ষে অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি মো. রুস্তম আলী ফরাজী।

বৈঠকে কমিটির সদস্য আবুল কালাম আজাদ, মনজুর হোসেন, আহসানুল ইসলাম (টিটু), বেগম ওয়াসিকা আয়েশা খান ও মো. জাহিদুর রহমান অংশগ্রহণ করেন।

সকালে সংসদ সবিচালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।  

এতে বলা হয়, বৈঠকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ  মন্ত্রণালয়ের ২০০৭-১২ অর্থ বছরের হিসাব সম্পর্কিত মহা হিসাব-নিরীক্ষক এবং নিয়ন্ত্রকের সামাজিক নিরাপত্তা ও কল্যাণ অডিট অধিদপ্তর কর্তৃক ২০১২-১৩ অর্থ বছরে প্রণীত অডিট আপত্তির অনুচ্ছেদ ১৭, ১৮, ১৯, ২০ ও ২১-এর মোট পাঁচটি অডিট আপত্তির সঙ্গে জড়িত মোট টাকার পরিমাণ ৬১ কোটি ৮৪ লাখ ৩১ হাজার ৯৮০ টাকা। এ বিষয়ে বৈঠকে আলোচনা হয় ও কমিটির নির্দেশনায় নিষ্পত্তির সুপারিশ করা হয়।

এ বৈঠকে উৎপাদনকারী প্রতিষ্ঠানের কাছ থেকে ঢেউটিন ক্রয়কালে দরপত্র মূল্যের ওপর ভ্যাট কর্তন না করায় ৯ কোটি ৯১ লাখ ৪০ হাজার ৩৫৫ টাকা আর্থিক ক্ষতি মর্মে উত্থাপিত অডিট আপত্তির পরিপ্রেক্ষিতে নিষ্পত্তির সুপারিশ করা হয়।

বৈঠকে কার্যাদেশ ও চুক্তি বহির্ভূতভাবে ঠিকাদারকে প্রাপ্যতার অতিরিক্ত বিল পরিশোধ করায় সরকারের ৪১ লাখ ১৬ হাজার ১৪৭ টাকা ক্ষতি মর্মে উত্থাপিত অডিট আপত্তির পরিপ্রেক্ষিতে প্রমাণক জমা দান সাপেক্ষে নিষ্পত্তির সুপারিশ করা হয়।

বৈঠকে সর্বনিম্ন দরদাতার কাছ থেকে ডেউটিন ক্রয় না করায় ৫ কোটি ৩৫ লাখ ২৯ হাজার ৫০৮ টাকা আর্থিক ক্ষতি মর্মে উত্থাপিত অডিট আপত্তির পরিপ্রেক্ষিতে তৃ-পক্ষীয় সভা করে এক মাসের মধ্যে অডিট কার্যালয়ে সন্তুষ্টি সাপেক্ষে বিষয়টি নিষ্পত্তির সুপারিশ করা হয়।

এছাড়া বৈঠকে মোট ৪৫ কোটি ৮৫ লাখ ৯০ হাজার ৪২৩ টাকার নিরীক্ষাযোগ্য রেকর্ডপত্র নিরীক্ষায় উত্থাপন করা হয়নি মর্মে উত্থাপিত অডিট আপত্তির পরিপ্রেক্ষিতে বাস্তব যাচাই সাপেক্ষে আপত্তিটি নিষ্পত্তির সুপারিশ করা হয়।

এদিকে বৈঠকে সর্বনিম্ন দরদাতার কাছ থেকে কম্বল ক্রয় না করার ফলে ৩০ লাখ ৫৫ হাজার ৫৪৭ টাকা আর্থিক ক্ষতি মর্মে উত্থাপিত অডিট আপত্তির পরিপ্রেক্ষিতে বাস্তব যাচাই সাপেক্ষে আপত্তিটি নিষ্পত্তির সুপারিশ করা হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. শাহ কামাল, অডিট অফিস এবং জাতীয় সংসদের সংশ্লিষ্ট কর্মকর্তারা।

বাংলাদেশ সময়: ১৪৫১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০২০
এসকে/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।