ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

মে মাসে খুলনায় শিশু হাসপাতালের নির্মাণকাজ শুরু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০২০
মে মাসে খুলনায় শিশু হাসপাতালের নির্মাণকাজ শুরু

খুলনা: খুলনায় ১০০ শয্যা বিশিষ্ট শিশু হাসপাতালের নির্মাণকাজ মে মাসে শুরু হবে। রোববার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে খুলনা সার্কিট হাউসে অনুষ্ঠিত জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভায় এ তথ্য জানানো হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন।

সভায় গণপূর্ত বিভাগের পক্ষ থেকে জানানো হয়, ৫০০ আসন বিশিষ্ট জেলা শিল্পকলা একাডেমি মার্চ মাসে উদ্বোধন করা হবে। এছাড়া সাউথ সেন্ট্রাল রোডে ছয়তলা বিশিষ্ট গণহত্যা জাদুঘরের নির্মাণকাজ শুরু হয়েছে।

সভায় সিদ্ধান্ত হয়, খুলনা জেলার প্রতিটি উপজেলায় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করা হবে। এখন থেকে নগরের ‘ময়লাপোতা’ নামের পরিবর্তে ‘বঙ্গবন্ধু স্কয়ার’ সর্বত্র ব্যবহার করতে হবে।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, সরকার উন্নয়ন প্রকল্পগুলো এমনভাবে বাস্তবায়ন করতে চায় যেন তা ভবিষ্যৎ প্রজন্মকে ক্ষতিগ্রস্ত না করে। এজন্য প্রকল্প নির্বাচনের ক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে তা যেন সরকারি অর্থের অপচয় ও কৃষি জমি বিনষ্টের কারণ না হয়। এছাড়া প্রকল্পগুলোর স্বচ্ছতা নিশ্চিত করার লক্ষ্যে প্রকল্পের ব্যয়, সময়সীমাসহ অন্য তথ্য ওয়েবসাইটে প্রদর্শনের নির্দেশনা দেন।

সভায় সিভিল সার্জন ডা. সুজাত আহমেদ, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. জিয়াউর রহমান, বিভিন্ন উপজেলার চেয়ারম্যান ও ইউএনওসহ জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬০৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০২০
এমআরএম/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।