এই উপলক্ষে রোববার (১৬ ফেব্রুয়ারি) বাংলাদেশ সেনাবাহিনী ১৭ পদাতিক ডিভিশন সিলেট এরিয়ার উদ্যোগে বঙ্গবীরের সমাধিস্থলে পুস্পস্তবক অর্পণ করা হয়।
এরিয়া কমান্ডার মেজর জেনারেল মুহাম্মদ যুবায়ের সালেহীন এসইউপি এনডিইউ পিএসসির নেতৃত্বে একদল চৌকস দল গার্ড অব অনারের মাধ্যমে ওসমানীর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন।
অনুষ্ঠান শেষে মরহুমের রুহের মাগফেরাত এবং দেশ ও জাতির মঙ্গল কামনায় মোনাজাত করা হয়। এ সময় সিলেট এরিয়ার সব ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৬০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০২০
এনইউ/ওএইচ/