ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

ধুনটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০২০
ধুনটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

বগুড়া: বগুড়ার ধুনট উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এনামুল হক (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

রোববার (১৬ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার মথুরাপুর ইউনিয়নের কালামিয়া খাদুলী গ্রামে এ ঘটনা ঘটে। এনামুল ওই গ্রামের আয়নাল হকের ছেলে।

জানা যায়, এনামুল একটি কোম্পানির কর্মী হিসেবে সিরাজগঞ্জ সদরে কর্মরত ছিলেন। ছুটিতে গত শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) তিনি বাড়িতে আসেন। রোববার বিকেলে তার কর্মস্থলে ফেরার কথা ছিল। এদিকে দুপুরে বাড়ির আমগাছে উঠে ডাল পরিষ্কার করছিলেন এনামুল। এ সময় অসাবধানতাবশত বৈদ্যুতিক তারের সঙ্গে জড়িয়ে গুরুতর আহত হন তিনি। পরে স্বজনরা তাকে উদ্ধার করে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

ওই স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা. নাজলী আকতার বাংলানিউজকে জানান, বিদ্যুৎস্পৃষ্ট এনামুল স্বাস্থ্য কমপ্লেক্সে আনার আগেই মারা যান।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বাংলানিউজকে জানান, ওই যুবকের মৃত্যুর বিষয়টি তিনি অবগত নন। তবে এ বিষয়ে খোঁজ নিয়ে তার মৃত্যুর কারণ অনুসন্ধান করা হবে।

বাংলাদেশ সময়: ১৬৪৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০২০
কেইউএ/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।