স্থানীয় সূত্রে জানা গেছে, বেপারী বাড়িতে যৌথভাবে নির্মিত কাচারী ঘরে রোববার ভোর রাতে কে বা কারা আগুন ধরিয়ে দেয়। মুহূর্তের মধ্যে আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থলে এসে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে ঘরটি পুড়ে ছাই হয়ে যায়, তবে বাড়ির অন্যান্য ঘরগুলো অল্পের জন্য রক্ষা পেয়েছে। পুড়ে যাওয়া মালামালসহ ঘরটির আনুমানিক মূল্য পাঁচ লক্ষাধিক টাকা।
বেপারী বাড়ির বাসিন্দা মো. জাকির হোসেন জানান, ঘরটি স্টোর রুম হিসেবে ব্যবহৃত হতো এবং ওই ঘরে কোনো বৈদ্যুতিক সংযোগ ছিল না। ঘরটিতে তার বড়ভাই মো. বাবুল বেপারীর গৃহনির্মাণের কাঠ এবং খরকুটো ছিল। গভীর রাতে কেউ এ ঘরে আগুন ধরিয়ে দিয়েছে বলে ধারণা করা হচ্ছে।
বাংলাদেশ সময়: ১৭০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০২০
আরএ