রোববার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এস এম আব্দুল লতিফ স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানা যায়।
হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের সভাপতি অধ্যাপক ড. কাজী আখতার হোসেনকে তদন্ত কমিটির আহ্বায়ক করা হয়েছে।
কমিটির অপর সদস্যরা হলেন- বায়োটেকনোলজি বিভাগের অধ্যাপক ড. রেজওয়ানুল ইসলাম ও প্রকৌশল অফিসের উপ প্রধান প্রকৌশলী এ কে এম শরীফ উদ্দীন। কমিটির সদস্যদের আগামী ১০ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।
জানা যায়, গত ১৪ ফেব্রুয়ারি ঝিনাইদহ জেলা জর্জ কোর্টের অ্যাডভোকেট নেকবার হোসেন স্বাক্ষরিত এক ডিমান্ড নোটিশে মাসুদ করিম নামে এক ব্যক্তির কাছ থেকে মনিরুল ইসলামের অর্থ আত্মসাতের বিষয়টি দৃষ্টিগোচর হয়।
এ নিয়ে জাতীয়, স্থানীয় দৈনিক, অনলাইন পোর্টালে খবর প্রকাশিত হয়। বিষয়টির সত্যতা যাচাইয়ে প্রশাসন এ তদন্ত কমিটি গঠন করে।
বাংলাদেশ সময়: ১৭২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০২০
আরএ