ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

অর্থ আত্মসাৎ: ইবি কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত কমিটি

ইবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০২০
অর্থ আত্মসাৎ: ইবি কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত কমিটি

ইবি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) কর্মকর্তা মনিরুল ইসলামের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। 

রোববার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এস এম আব্দুল লতিফ স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানা যায়।

হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের সভাপতি অধ্যাপক ড. কাজী আখতার হোসেনকে তদন্ত কমিটির আহ্বায়ক করা হয়েছে।

কমিটির অপর সদস্যরা হলেন- বায়োটেকনোলজি বিভাগের অধ্যাপক ড. রেজওয়ানুল ইসলাম ও প্রকৌশল অফিসের উপ প্রধান প্রকৌশলী এ কে এম শরীফ উদ্দীন। কমিটির সদস্যদের আগামী ১০ কার্যদিবসের মধ্যে তদন্ত  প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

জানা যায়, গত ১৪ ফেব্রুয়ারি ঝিনাইদহ জেলা জর্জ কোর্টের অ্যাডভোকেট নেকবার হোসেন স্বাক্ষরিত এক ডিমান্ড নোটিশে মাসুদ করিম নামে এক ব্যক্তির কাছ থেকে মনিরুল ইসলামের অর্থ আত্মসাতের বিষয়টি দৃষ্টিগোচর হয়।  

এ নিয়ে জাতীয়, স্থানীয় দৈনিক, অনলাইন পোর্টালে খবর প্রকাশিত হয়। বিষয়টির সত্যতা যাচাইয়ে প্রশাসন এ তদন্ত কমিটি গঠন করে।

বাংলাদেশ সময়: ১৭২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।