রোববার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে গুরুতর অসুস্থ অবস্থায় পাবনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।
দুই ছেলে ও পাঁচ মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন মো. আবুল কাশেম।
পারিবারিক সূত্র জানায়, দীর্ঘদিন ধরে ফুসফুসের অসুখে ভুগছিলেন আবুল কাশেম। রোববার বিকেলে তার শারীরিক অবস্থার অবনতি হলে পাবনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আবুল কাশেমের জামাতা আমিনুর রহমান জানান, সোমবার মরহুমের গ্রামের বাড়ি পাবনা জেলা সদরের শালগাড়িয়ায় জানাজা অনুষ্ঠিত হবে। পরে সেখানকার পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হবে।
এদিকে আবুল কাশেমের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন বাংলানিউজের সম্পাদক জুয়েল মাজহার এবং বাংলানিউজ পরিবার।
বাংলাদেশ সময়: ১৮০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০২০
এমএ/