রোববার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার মাইজবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রাথমিকভাবে আহত দু'জনের নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ।
নিহতরা হলেন- দোয়ারাবাজার উপজেলার মাইজবাড়ি এলাকার নাসির মিয়ার ছেলে সোহাগ ও একই এলাকার সামছুন নুরের ছেলে পাবেল।
স্থানীয়রা জানান, দোয়ারাবাজার উপজেলার আমবাড়ি থেকে মাইজবাড়ি এলাকায় যাওয়ার পথে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লেগে চার জন গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক দু'জনকে মৃত ঘোষণা করেন। বাকি আহত দু'জনকে সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুর রহমান বাংলানিউজকে সত্যতা নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১৯৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০২০
আরআইএস/