রোববার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
বঙ্গবন্ধু সেতুপূর্ব থানার উপ-পরিদর্শক (এসআই) জায়েদ আব্দুল্লাহ বিন সরোয়ার বাংলানিউজকে জানান, সেতু এলাকায় বেড়াতে আসা দুই শিক্ষার্থী গোলচত্বর এলাকায় রাস্তা পার হওয়ার সময় উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী একটি বাস তাদের চাপা দেয়।
তিনি আরও জানান, বাসটিকে ঢাকা-বঙ্গবন্ধু সেতুপূর্ব মহাসড়কের কালিহাতী উপজেলার কামাক্ষামোড় এলাকা থেকে জব্দ করা গেলেও চালক ও হেলপার পালিয়ে গেছে।
বাংলাদেশ সময়: ১৯৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০২০
ওএইচ/