ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

বাংলাদেশ-কাতার প্রথম এফওসি সোমবার

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০২০
বাংলাদেশ-কাতার প্রথম এফওসি সোমবার

ঢাকা: বাংলাদেশ ও কাতারের মধ্যে পররাষ্ট্র বিষয়ক পরামর্শক  (এফওসি) বৈঠক সোমবার (১৬ ফেব্রুয়ারি) ঢাকায় শুরু হচ্ছে। দু’দেশের মধ্যে প্রথমবারের মতো এই এফওসি বৈঠকের আয়োজন করা হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, সোমবার (১৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় রাষ্ট্রীয় অতিথি ভবন মেঘনায় দু’দেশের মধ্যে এফওসি বৈঠক শুরু হবে।  

বৈঠকে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

আর কাতার প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন দেশটির পররাষ্ট্র প্রতিমন্ত্রী সোলতান বিন সাদ আল মুরাইখি।

বৈঠকে বাংলাদেশ-কাতারের মধ্যে জনশক্তি রপ্তানি, ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ, পারস্পারিক সহযোগিতা ইত্যাদি বিষয়ে আলোচনা প্রাধান্য পাবে।

বাংলাদেশ সময়: ২০১৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৯
টিআর/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।