রোববার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে এ ঘটনায় মামলা হয়েছে। গতকাল শনিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার আতলাশপুর এলাকায় এ ঘটনা ঘটে।
আহত দুইজনের বড় ভাই মামলার বাদী মোবারক হোসেন জানান, বালুর ব্যবসা নিয়ে দীর্ঘদিন ধরে তার সঙ্গে একই এলাকার এমরাত, জুয়েল, সুফিয়ান, হিরা, রাব্বি, শাওন ও রাজা মিয়ার বিরোধ চলে আসছিল। এরই জেরে শনিবার প্রতিপক্ষের লোকজনসহ অজ্ঞাত ১০/১২ জন ধারালো দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে তার বালুর গদিতে প্রবেশ করে তাকে না পেয়ে তার দুই ভাই আশরাফুল ও ইসমাইলকে রামদা দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। এসময় প্রতিপক্ষের লোকজন বালুর গদির ঘর ও ড্রেজারের পাইপও ভাঙচুর করে এবং হুমকিধামকি দিয়ে চলে যায়। পরে পরিবারের লোকজন গিয়ে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
এ ব্যাপারে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
বাংলাদেশ সময়: ২০৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০২০
এমআরপি/এইচজে