রোববার (১৬ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৭টার দিকে ইমরানকে বরগুনা জেনারেল হাসপাতালের একটি কক্ষে পুলিশি হেফাজতে বিশেষ পর্যবেক্ষণে রাখা হয়েছে।
ইমরান বরগুনা সদর উপজেলার ৯ নম্বর এম. বালীয়াতলী ইউনিয়নের আমতলী গ্রামের মো. মোখলেছুর রহমানের ছেলে।
ইমরানের পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাৎক্ষণিক কাউকে পাওয়া যায়নি।
বরগুনা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সোহরাব উদ্দিন ও কর্তব্যরত ডাক্তার নিহার রঞ্জন বাংলানিউজকে জানান, এখন পর্যন্ত ইমরানের জ্বর ছাড়া করোনায় আক্রান্তের কোনো লক্ষণ পাওয়া যায়নি। তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। ওরকম কিছু সন্দেহ হলে প্রয়োজনে নিশ্চিত হতে ঢাকা থেকে টিম খবর দেবে বরগুনা চিকিৎসা বিভাগ। কাজেই গুজব ছড়ানো থেকে বিরত থাকার জন্য সবার প্রতি আহ্বান জানান তারা।
বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবির মোহাম্মদ হোসেন বাংলানিউজকে জানান, করোনায় আক্রান্ত সন্দেহে রোগীকে জেনারেল হাসপাতালে পুলিশ হেফাজতে রাখা হয়েছে।
বাংলাদেশ সময়: ২২০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০২০
এসএইচ