ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

বেনাপোল সীমান্তে হেরোইন ও গাঁজাসহ আটক ২

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০২০
বেনাপোল সীমান্তে হেরোইন ও গাঁজাসহ আটক ২

বেনাপোল (যশোর): বেনাপোল সীমান্ত থেকে পৃথক অভিযানে ২ কেজি গাঁজা ও ২০ (বিশ) গ্রাম হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

রোববার (১৬ ফেব্রুয়ারি) রাতে তাদের বেনাপোল পোর্ট থানার বোয়ালিয়া ও সাদিপুর গ্রাম থেকে আটক করা হয়

আটকরা হলো, বেনাপোল পোর্ট থানার গাজীপুর গ্রামের শহিদুল ইসলামের স্ত্রী তহমিনা বেগম (২৫) ও সাদিপুর গ্রামের জুলু বিশ্বাস (৫০)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে বেনাপোল পোর্ট থানার বোয়ালিয়া গ্রামে অভিযান চালিয়ে ২ কেজি গাঁজা সহ তহমিনাকে আটক করা হয়।

অপরদিকে, বেনাপোল সীমান্তের সাদিপুর গ্রামে অভিযান চালিয়ে ২০ (বিশ) গ্রাম হেরোইন সহ জুলুকে আটক করা হয়।

বেনাপোল পোর্ট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান জানান, আটক হওয়া আসামিদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে ১৭ ফেব্রুয়ারি (সোমবার) যশোর আদালতে পাঠানো হবে।

বাংলাদেশ সময়: ০০৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০২০
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।