ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

সাভারে মাস্ক না পড়ায় ১৯ জনের জরিমানা 

সাভার করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৯ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০২০
সাভারে মাস্ক না পড়ায় ১৯ জনের জরিমানা 

সাভার (ঢাকা): সাভারে মাস্ক না পড়ায় অভিযান চালিয়ে ১৯ জনকে ৪ হাজার ৯০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।  

বুধবার (১৮ নভেম্বর) বিকেলে সাভার পৌর এলাকার বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করেন সাভার রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী মাজিস্ট্রেট আবদুল্লাহ আল মাহফুজ।

তিনি জানান, করোনার দ্বিতীয় ঢেউ রুখতে মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে। এ বিধান না মানায় সাভার পৌর এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১৯ জনকে জরিমানা করা হয়েছে। অপরাধ অনুযায়ী দেড়শ’ থেকে ২০০ টাকা পর্যন্ত জরিমানা করা হয়। সব মিলিয়ে ৪ হাজার ৯০০ টাকা জরিমানা করা হয়। তাদের এ অভিযান চলমান থাকবে। পাশাপাশি মাস্ক পরা নিশ্চিত করতে সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৯২৮ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০২০
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।