ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

নবাবগঞ্জে নসিমনের ধাক্কায় ইজিবাইক উল্টে বৃদ্ধের মৃত্যু

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩০ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০২০
নবাবগঞ্জে নসিমনের ধাক্কায় ইজিবাইক উল্টে বৃদ্ধের মৃত্যু

নবাবগঞ্জ (ঢাকা): ঢাকার নবাবগঞ্জ উপজেলায় নসিমন গাড়ির ধাক্কায় ইজিবাইক উল্টে জলিল মোল্লা (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এ ঘটনায় নাসিম বাবুল (২৬) নামে এক যাত্রী ও ইজিবাইক চালক আহত হয়েছেন।

বুধবার (১৮ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার দরিকান্দি ক্লাবের সামনে এ দুর্ঘটনা ঘটে।

জলিল মোল্লা হরিরামপুর উপজেলার ধুলসুর ইউনিয়নের কমলাপুর গ্রামের মৃত ইসমাইল মোল্লার ছেলে।

স্থানীয়রা জানায়, দুপুর সাড়ে ১২টার দিকে একটি ইজিবাইকে জলিল মোল্লা বারুয়াখালি থেকে বান্দুরার উদ্দেশে রওনা হন। ইজিবাইকটি দরিকান্দি ক্লাবের মোড়ে আসলে অপরদিক থেকে আসা একটি বালু ভর্তি নসিমন ইজিবাইকটিকে ধাক্কা দেয়। এতে ইজিবাইকটি উল্টে গুরুতর আহত হন জলিল। স্থানীয়রা আহত জলিলকে গাড়ি থেকে বের করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নবাবগঞ্জ থানধীন বারুয়াখালী পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক মোহাম্মদ মহিদুল ইসলাম বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৯২৯ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০২০
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।