ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

নারায়ণগঞ্জে ভুয়া সেনা কর্মকর্তা আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৬ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০২০
নারায়ণগঞ্জে ভুয়া সেনা কর্মকর্তা আটক নারায়ণগঞ্জে ভুয়া সেনা কর্মকর্তা আটক

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার পরিচয় দেওয়া এক প্রতারককে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।  

বুধবার (১৮ নভেম্বর) বিকেলে সদর উপজেলার সস্তাপুর থেকে তাকে আটক করা হয়।

আটক প্রতারকের নাম কামাল হোসেন। তিনি রাজধানীর দক্ষিণখান এলাকার মৃত আবদুর রহমানের ছেলে।

ডিবির উপ-পরিদর্শক (এসআই) মনিরুজ্জামান বাংলানিউজকে জানান, আটক কামাল নিজেকে সেনাবাহিনীর ওয়ারেন্ট কর্মকর্তা পরিচয় দিয়ে প্রতারণা করে আসছিলো। বুধবার বিকেলে তাকে হাতেনাতে আটক করা হয়েছে। আটকের সময় তার কাছ থেকে সাড়ে ৪ হাজার টাকা ও প্রতারণার কাজে ব্যবহৃত ৪টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২১০৫ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০২০
এমআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।