ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

নরসিংদীতে গৃহশিক্ষককে কুপিয়ে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২০ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০২০
নরসিংদীতে গৃহশিক্ষককে কুপিয়ে হত্যা

নরসিংদী: নরসিংদীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে রাসেল মৃধা (৩৫) নামে এক গৃহ শিক্ষককে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা।

বুধবার (১৮ নভেম্বর) রাত ১০টার দিকে পৌর শহরের ইউএমসি জুট মিল এলাকায় এ ঘটনা ঘটে।

রাসেল শিবপুর উপজেলার বাঘাবো এলাকার হানিফ মৃধার ছেলে।

নিহত রাসেলের ভাই তারেক জানান, গত ১৭ বছর ধরে আমাদের পরিবারের সঙ্গে একই এলাকার বাসিন্দা বেলায়েতের জমি সংক্রান্ত বিষয় নিয়ে দ্বন্দ্ব চলে আসছিল। এ নিয়ে আদালতে পাল্টাপাল্টি মামলা চলছে। সম্প্রতি মামলাটি রায়ের অপেক্ষায় রয়েছে। এর জের ধরে প্রতিপক্ষরা বুধবার সন্ধ্যার পর রাসেল টিউশনি শেষে করতে শিবপুর থেকে নরসিংদী ইউএমসি জুট মিল এলাকায় যান। টিউশনি শেষে বাড়ি ফেরার পথে ইউএমসি জুট মিল এলাকায় পৌঁছালে প্রতিপক্ষের লোকজন তাকে এলোপাথাড়ি কুপিয়ে ফেলে রেখে পালিয়ে যান। পরে আশপাশের লোকজন তাকে দ্রুত উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার দত্ত বাংলানিউজকে বলেন, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। বিষয়টি নিয়ে ইতোমধ্যেই তদন্ত শুরু হয়েছে। এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ০৭১৯ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০২০
আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।