ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

না’গঞ্জে জেলা প্রশাসনের মাস্ক বিতরণ কর্মসূচি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০২ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০২০
না’গঞ্জে জেলা প্রশাসনের মাস্ক বিতরণ কর্মসূচি না’গঞ্জে জেলা প্রশাসনের মাস্ক বিতরণ কর্মসূচি

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবিলায় জনসচেতনতা তৈরিতে মাস্ক বিতরণ কর্মসূচি পালন করেছে জেলা প্রশাসন।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে জেলা প্রশাসন কার্যালয়ের সামনে একটি র‍্যালির মাধ্যমে দিনব্যাপী এ কর্মসূচি শুরু করা হয়।

‘ঘরে-বাইরে সব সময় মাস্ক পরি, সামাজিক দূরত্ব বজায় রাখি, করোনা প্রতিরোধ করি’, স্লোগান সামনে রেখে এ র‍্যালিতে জেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী এবং স্কাউট ও রোভার স্কাউটের সদস্যরা অংশ নেন।

অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সেলিম রেজা বলেন, ‘করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবিলায় জনগণের মধ্যে জনসচেতনতা সৃষ্টি করতে আমরা এ কর্মসূচি পালন করছি। কর্মসূচির শুভ উদ্বোধনের পর শহরের বিভিন্ন স্পট, চাষাঢ়া, ২ নম্বর রেলগেট, ১ নম্বর ফেরিঘাট, তিনশ’ শয্যা হাসপাতালসহ বিভিন্ন স্থানে মাস্ক বিতরণ করা হচ্ছে। আশা করছি, নারায়ণগঞ্জবাসী করোনা ভাইরাস মোকাবিলায় একে অপরকে সহায়তা করবে। ’

বাংলাদেশ সময়: ১৩০২ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০২০
এমআরপি/এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।