ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

আশুগঞ্জে স্ত্রীকে কুপিয়ে হত্যা, আটক ৫  

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১০ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০২০
আশুগঞ্জে স্ত্রীকে কুপিয়ে হত্যা, আটক ৫  

ব্রাহ্মণবাড়িয়া: যৌতুকের টাকা না পেয়ে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে কোহিনুর খানম নিতু (৩০) নামে এক নারীকে বটি দিয়ে কুপিয়ে হত্যা করেছেন তার মাদকাসক্ত স্বামী মো. জুয়েল মিয়া (৩২)।  

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোরে আশুগঞ্জ উপজেলার চরচারতলা গ্রামে স্বামীর বাড়ি থেকে মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

 

নিহত কোহিনুর একই এলাকার আবুল হোসেন মিয়ার মেয়ে। ঘটনার পর থেকে স্বামী জুয়েল পলাতক। এ ঘটনায় পাঁচজনকে আটক করা হয়েছে।  

আটক ব্যক্তিরা হলেন জুয়েলের বাবা আবু চান মিয়া (৬৮), মা রহিমা বেগম (৫৫), বড় ভাইয়ের স্ত্রী তানিয়া বেগম (২৯), ছোট ভাই কামরুল ইসলাম (২৮) ও কামরুলের স্ত্রী আর্জিনা বেগম (২৪)।

পুলিশ জানায়, প্রায় ছয় মাস আগে প্রেম করে আদালতে গিয়ে বিয়ে করেন কোহিনুর ও জুয়েল। দু’জনেরই এটি দ্বিতীয় বিয়ে। জুয়েল ইয়াবা আসক্ত। জুয়েল একটি ওয়ার্কশপ খুলে ব্যবসার জন্য কোহিনুরের কাছে দুই লাখ টাকা যৌতুক চান। কিন্তু কোহিনুর টাকা দিতে রাজি না হওয়ায় বৃহস্পতিবার ভোরে জুয়েল বটি দিয়ে কোহিনুরকে কুপিয়ে হত্যা করে কম্বল দিয়ে মরদেহ ঢেকে রেখে পালিয়ে যান।  

আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাহমুদ জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য জুয়েলের বাবাসহ পাঁচজনকে আটক করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩০৫ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০২০
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।