ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

রাজধানীতে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ১

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১০ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০২০
রাজধানীতে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ১ ছবি: প্রতীকী

ঢাকা: রাজধানীর কদমতলী থানার ইকোপার্ক সংলগ্ন খাজার ড্যাগ এলাকায় ট্রাক-অটোরিকশা সংঘর্ষে সুবল চন্দ্র বর্মন (৩৫) নামে অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন।

বুধবার (১৮ নভেম্বর) দিনগত রাত ২টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সুবল রংপুরের পীরগঞ্জ উপজেলার বাহাদুরপুর গ্রামের সুধির চন্দ্র বর্মনের ছেলে। স্ত্রী, এক ছেলে ও এক মেয়েকে নিয়ে রাজধানীর জুরাইনের আলমবাগে আলম মিয়ার বাড়িতে ভাড়া থাকতেন তিনি।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) এ বিষয়ে কথা হয় নিহত সুবলের প্রতিবেশী রুপ কুমারের সঙ্গে। তিনি বলেন, সুবল শ্যামপুর লাল মসজিদ এলাকায় একটি রুলিং মিলে কাজ করতেন। বুধবার রাতে বাসা থেকে অটোকিশায় করে তিনি রুলিং মিলে যাচ্ছিলেন। পথে খাজার ড্যাগ এলাকায় এলে তাকে বহনকারী অটোরিকশাটির সঙ্গে একটি ট্রাকের সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হন তিনি। তাৎক্ষণিকভাবে পথচারীরা তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। শুনেছি অটোরিকশায় আরও দুই যাত্রী ও চালক ছিলেন। তাদের কি অবস্থা তা বলতে পারবো না।

মরদেহের সুরতহাল প্রতিবেদনে কদমতলী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মাহবুবুল হক উল্লেখ করেন, বুধবার দিনগত রাতে বাসা থেকে কাজে যাওয়ার সময় খাজার ড্যাড এলাকায় একটি ট্রাকের সঙ্গে সুবলকে বহনকারী অটোরিকশাটির সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হন তিনি। পরে হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৩০৯ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০২০
এজেডএস/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।