ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

চাটখিলে প্রধান শিক্ষকের অপসারণের দাবিতে মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৯ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০২০
চাটখিলে প্রধান শিক্ষকের অপসারণের দাবিতে মানববন্ধন প্রধান শিক্ষকের অপসারণের দাবিতে মানববন্ধন

নোয়খালী: নোয়াখালীর চাটখিল উপজেলার খিলপাড়া ইউনিয়নের দেলিয়াই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতি, অনিয়ম ও শিক্ষা বাণিজ্যের প্রতিবাদে মানববন্ধন করেছে অভিভাবক ও স্থানীয়রা।  

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে বিদ্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

 

মানববন্ধনে বক্তারা প্রধান শিক্ষকের দ্রুত অপসারণ দাবি করেন। এ সময় উপস্থিত ছিলেন, মো. কামরুল হাসান, রবিউল ইসলাম মিঠু, আব্দুস কুদ্দুস দিপু, বেলাল মোল্লা, আব্দুল্লাহ সাদেক, আব্দুল্লাহ সাইমুন, আবুল কালাম, মোহাম্মদ হানিফ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০২০
এমআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।