ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

নওগাঁয় যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৯ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০২০
নওগাঁয় যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

নওগাঁ: নওগাঁ সদর উপজেলার হারিড়াগাছী গ্রামে তোফাজ্জল হোসেন (৩৬) নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।  

বুধবার (১৬ নভেম্বর) রাত ১২টার দিকে হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়।

এর আগে সন্ধ্যায় পিটুনির শিকার হন তিনি। নিহত তোফাজ্জল ওই গ্রামের মোজাম্মেলের ছেলে।

স্থানীয়রা জানান, বুধবার সন্ধ্যায় বাড়ি থেকে বের হন তোফাজ্জল। এসময় পাশের বাড়ির দিলদারসহ বেশ কয়েকজন তাকে ধরে বাড়ির মধ্যে নিয়ে যান। এরপর গাছের সঙ্গে বেঁধে নির্যাতন করেন। একপর্যায়ে তারাই পুলিশে খবর দেন। পরে পুলিশ এসে তোফাজ্জলের অবস্থা খারাপ দেখে তাকে হাসপাতালে পাঠানোর কথা বলে চলে যায়। এরপর তারা তোফাজ্জলকে রেখে বাড়ি ছেড়ে পালিয়ে যান। রাত ১২টার পর পরিবারের লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে তার মৃত্যু হয়।

নিহতের পরিবারের লোকজনের বরাত দিয়ে নওগাঁ পুলিশ সুপার আব্দুল মান্নান মিয়া বাংলানিউজকে জানান, পাশের বাড়ির দিলদার তার স্ত্রীর সঙ্গে অনেক আগে তোফাজ্জলের অনৈতিক সম্পর্ক ছিল বলে সন্দেহ করতেন। এর জের ধরে এ ঘটনা ঘটে থাকতে পারে। এ ঘটনায় জড়িতদের ধরতে কাজ করছে পুলিশ।
 
বাংলাদেশ সময়: ১৪৩৮ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০২০
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।