ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

পাবনায় গাঁজার গাছসহ আটক ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৭ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০২০
পাবনায় গাঁজার গাছসহ আটক ১ জব্দ গাঁজা গাছ

পাবনা: পাবনা সদর উপজেলার দিঘলকান্দি পূর্বপাড়া এলাকা থেকে গাঁজার গাছসহ আজমত আলী (২১) নামে এক যুবককে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের  (র‌্যাব) সদস্যরা।  

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে র‌্যাব-১২ পাবনা ক্যাম্প সূত্র এ তথ্য জানায়।

আটক আলী দিঘলকান্দি পূর্বপাড়া এলাকার বন্দের প্রামাণিকের ছেলে।

পাবনা ক্যাম্প সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (১৮ নভেম্বর) রাতে দিঘলকান্দি পূর্বপাড়ায় আজমত আলীর বাড়িতে অভিযান চালায় র‌্যাব। সে সময় ওই বাড়ি থেকে পাঁচ কেজি ওজনের গাঁজার একটি গাছ জব্দসহ আলীকে আটক করা হয়। এ ঘটনায় তার নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে পাবনা সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪৫৫ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।